ভারতে ফিরে গেল মিতালী এক্সপ্রেস
প্রকাশিত : ১৮:২৯, ১১ ডিসেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জেরে ঢাকায় আটকা পড়া ভারত-বাংলাদেশের মধ্যে চলা মিতালী এক্সপ্রেস ট্রেন প্রায় পাঁচমাস পর ওপারে নিউ জলপাইগুড়িতে ফিরল।
বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনে মিতালী এক্সপ্রেস এপারে চিলাহাটি থেকে হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে আবার ট্রেনের বগিগুলো ওপারে হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দিয়ে ইঞ্জিনটি এপারে চিলাহাটিতে ফিরে আসে।
চিলাহাটির স্টেশন মাস্টার হায়দার আলী জানান, বুধবার ওপারে পৌাঁছানোর পর বাংলাদেশ রেলওয়ের পক্ষে মিতালী এক্সপ্রেসের চারটি এসি বার্থ, চারটি এসি চেয়ারকার ও ব্রেক ভ্যানসহ দুটি পাওয়ার কার ভারতের রেল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে।
৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে আন্তঃদেশীয় এই রেল পরিষেবা আবার কবে চালু হবে, দৃশ্যত তা অনিশ্চিত।
বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতিতে কলকাতায় ব্যবসার ভরাডুবিবাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতিতে কলকাতায় ব্যবসার ভরাডুবি
রেলওয়ে সূত্র জানায়, আন্তর্জাতিক মানসম্পন্ন এই যাত্রীবাহী পরিবহন হচ্ছে তৃতীয় ট্রেন, যা ভারত-বাংলাদেশের মধ্যে চলাচল করে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধের পরে বন্ধ হয়ে যায় এই রুট। ৫৬ বছর পর দু’দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০২১ সালের ২৭শে মার্চ চাল হয় এই ট্রেন সার্ভিস।
গত ১৭ জুলাই ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় এসে জুলাইয়ের আন্দোলনে আটকে পড়ে।
এসএস//
আরও পড়ুন