ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা
প্রকাশিত : ০৮:৩৪, ২৫ জানুয়ারি ২০২৫
ভারতে ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
কর্ণাটকের রামমূর্তির কালকেরে লেকের কাছ থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নিহত তরুণীকে ধর্ষণ করা হয়েছিল এবং তারপরে হত্যা করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন ওই তরুণী। ২৪ জানুয়ারি সকালে স্থানীয়রা নির্জন এলাকায় তাঁর মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়।
নির্যাতিতা একজন বিবিএমপি (বেঙ্গালুরু পুরসভা) সাফাই কর্মীর স্ত্রী ছিলেন। স্বামী ও তিন সন্তানের সাথে শহরেই থাকতেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে এই ঘটনা প্রসঙ্গে বলেন, 'নিহত মহিলা বাংলাদেশি নাগরিক। তিনি ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন। তাঁর স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করেছেন। ২৩ জানুয়ারি ওই মহিলা তাঁর সহকর্মীকে বলেছিলেন যে তাঁর কিছু ব্যক্তিগত কাজ রয়েছে এবং তাই কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হতে পারে। তাই তরুণীর সহকর্মীকে তাঁকে ছাড়াই চলে যেতে বলেছিলেন। কিন্তু এরপর অনেক রাত পর্যন্ত তরুণী বাড়ি না ফেরায় সেই রাতেই রামমূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্বামী।'
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁর দেহ পাওয়া যায়। দেখা যায়, পাথরের আঘাতে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। বাকবিতণ্ডার জেরে খুন হয়ে থাকতে পারে। আমরা ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ (ধর্ষণ) এবং ১০৩ (হত্যা) ধারায় একটি মামলা দায়ের করেছি। নির্যাতিতা মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। আমরা সেই রিপোর্টের জন্য অপেক্ষা করছি।
এএইচ
আরও পড়ুন