ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২ নভেম্বর ২০১৭

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ

এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ১শ’ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রাথমিক সূত্রে জানা গেছে, বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। দুর্ঘটনার পরই উদ্ধারকারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণেরও চেষ্টা করে। এ রাজ্যের বিদ্যুৎকেন্দ্রের মালিক ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি)। বিদ্যুৎকেন্দ্রটিতে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হত।

এনটিপিসি এক বিবৃতিতে বলেছে, রায়বরেলির উঁচাহারে তাদের ৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ওই বিদ্যুৎকেন্দ্রে বুধবার সন্ধার দিকে ‘দুর্ভাগ্যজনক’ ওই দুর্ঘটনা ঘটে।

এনটিপিসি জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে অনেকেই বলছেন, প্রতিষ্ঠানটির গাফিলতির কারণেইেএ দুর্ঘটণা ঘটেছে।

সূত্র: বিবিসি।

 

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি