ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ভারতে যাচ্ছেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ২ সেপ্টেম্বর ২০২৩

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় পার্শ্ব বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। দুই রাষ্ট্রনেতার ওই বৈঠকে নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে আলোচনা হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে।

উল্লেখ্য, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর (শনি ও রবিবার) জি২০ শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে নয়াদিল্লিতে।

ওই বৈঠকে এবার সভাপতিত্ব করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন বাইডেন। ৮ সেপ্টেম্বর (শুক্রবার) দিল্লি মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

এরপর শনি ও রবিবার বাইডেন জি২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন, যেখানে তিনি এবং গোষ্ঠীর অন্য অংশীদাররা পরিচ্ছন্ন শক্তির স্থানান্তর ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবেলা করতে বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়াও তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাবগুলোও প্রশমিত করবেন এবং বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর ক্ষমতা বৃদ্ধি করবেন, যাতে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাসহ দারিদ্র্যের সঙ্গে আরো ভালভাবে লড়াই করা যায়।

প্রসঙ্গত, সম্প্রতি মোদির যুক্তরাষ্ট্রে সফরের সময় বাইডেন জানিয়েছিলেন, তিনি সেপ্টেম্বরের জি২০ শীর্ষ সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছেন। তবে বাইডেন গেলেও জি২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন না বলে ইতিমধ্যে মস্কোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সে সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি২০তে হাজির থাকতে পারবেন না।

তার পরিবর্তে নয়াদিল্লি যাবেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। অনিশ্চয়তা রয়েছে জি২০তে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যোগদান নিয়েও।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি