ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

ভারতে লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু, ফল ঘোষণা আজই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ৪ জুন ২০২৪

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। ফলাফল আজই নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই তুলে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনায় রাউন্ডের ব্যবস্থা করেছে দেশটির নির্বাচন কমিশন। 

প্রথমে পোস্টাল ব্যালটের গণনা করা হয়। এরপর ইভিএম খোলা হয়। একটি রাউন্ডে ১৪টি টেবিলে ১৪টি ইভিএম একসাথে খোলা হয়। এসব মেশিনের গণনার শেষ হলে পরের ধাপে ঠিক একইভাবে গণনা শুরু হয়। 

নিয়ম অনুযায়ী প্রত্যেকটি কেন্দ্রের ভোট গণনার দায়িত্বে আছেন একজন রিটার্নিং অফিসার। 

এদিকে, দেশজুড়ে গণনা কেন্দ্রগুলোতে কেন্দ্রীয় বাহিনী, পুলিশি নজরদারির পাশাপাশি সিসি ক্যামেরা ড্রোন ব্যবহার করা হচ্ছে। 

নির্বাচন কমিশন জানিয়েছে, গণনার ফলাফল নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই তুলে দেওয়া হবে। আর এই সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সাত দফার লোকসভার নির্বাচনের ভোটগ্রহণ গত শনিবার সম্পন্ন হয়েছে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন। 

দেশটির মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ভোটদাতার সংখ্যার দিক থেকে এটা একটা বিশ্ব রেকর্ড। বিশ্বের কোনো দেশে কখনো এত বেশি মানুষ ভোট দেননি। যে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে ৩১ কোটি ২০ লাখ নারী।

রাজীব কুমার বলেন, এবার পুনর্নির্বাচন বেশি হয়নি। মাত্র ৩৯টি জায়গায় পুনর্নির্বাচন হয়েছে। এর মধ্যে ২৫টি হয়েছে অরুণাচল ও মণিপুরে। বাকি দেশে ১৫টি জায়গায় পুনর্নির্বাচন হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে তিনি দাবি করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি