ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, মুসল্লিদের ওপর হিন্দুদের ফুলবর্ষণ
প্রকাশিত : ১৯:৫৫, ৩১ মার্চ ২০২৫ | আপডেট: ১৯:৫৯, ৩১ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। সোমবার (১ এপ্রিল) দেশটির রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে হিন্দু-মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঈদের নামাজ আদায়ের জন্য দিল্লি রোডের ঈদগাহে সমবেত হওয়া হাজারো মুসল্লির প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের ওপর ফুল ছিটিয়ে দেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এ ঘটনাটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে।
বার্তাসংস্থা এএনআই এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, গেরুয়া কুর্তা পরিহিত একদল ব্যক্তি ঈদের নামাজ শেষে মুসল্লিদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণ করছেন।
সম্প্রতি ভারতে সড়কে নামাজ আদায় নিয়ে বিতর্ক দেখা দিলেও জয়পুরের এই সম্প্রীতির দৃশ্য পরিস্থিতিকে অনেকটাই স্বাভাবিক করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন