ভারতে ২১ মিলিয়ন ডলার অনুদান বন্ধ প্রসঙ্গে যা বললেন ট্রাম্প
প্রকাশিত : ১১:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ভারতে ভোটের হার বাড়াতে ২১ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই অর্থ বন্ধ করেছে আমেরিকা। এই সিদ্ধান্তকে সমর্থন করে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ভারতের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমাদের দেশের করদাতাদের ২১ মিলিয়ন ডলার কেন আমরা ভারতকে দেবো?
জানা যায়, বিশ্বের নানা প্রান্তে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে ৪৮৬ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল জো বাইডেন প্রশাসন। তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল ২১ মিলিয়ন ডলার। কিন্তিু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই ‘অপব্যয়’ কমানোর সিদ্ধান্ত নেয়ায় কাটছাঁট করা হয়েছে বিশ্বের নানা ক্ষেত্রে মার্কিন অনুদানে।
এই ‘অপব্যয়’ কমানোর বিষয়টি দেখছে ইলন মাস্কের নেতৃত্বাধীন আমেরিকার ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি’। সংস্থাটি জানিয়েছে, ভারতকে দেওয়া ২১ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য বন্ধ করা হচ্ছে।
এই সিদ্ধান্তকে সমর্থন করে ট্রাম্প বলেন, ‘কেন আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? তাদের অনেক বেশি টাকা আছে। তারা (ভারত) তো আমাদের পরিপ্রেক্ষিতে বিশ্বের সর্বোচ্চ কর প্রদানকারী দেশগুলোর মধ্যে একটি। আমরা খুব কমই সেখানে যেতে পারি। কারণ তাদের শুল্ক অনেক বেশি। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে ঠিকই, কিন্তু তার জন্য ভোটারদের উৎসাহ দিতে আমরা ২১ মিলিয়ন ডলার অনুদান দেব কেন?”
কেবল ভারত নয়, বাংলাদেশ-নেপালের মতো আরও নানা দেশের অনুদানও বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইলন মাস্কের নেতৃত্বাধীন আমেরিকার ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ জানিয়েছে, বিদেশের রাজনৈতিক ক্ষেত্রে যেসব কার্যকলাপ নিয়ে ‘প্রশ্ন’ রয়েছে, মার্কিন করদাতাদের টাকায় চলা সেসব কাজ বন্ধ করতে হবে।
এএইচ
আরও পড়ুন