ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬০ জনের মৃত্যু
প্রকাশিত : ১৫:৩৬, ১ সেপ্টেম্বর ২০২১
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ হাজার ৯৬৫ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫ জনে দাঁড়ালো।
বুধবার হালনাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে চিকিৎসাধীন রোগির সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় নতুন করে ৩৬০ জনের মৃত্যু ঘটায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩৯ হাজার ২০ জনে।
মন্ত্রণালয় জানায়, ভারতে বর্তমানে চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের সংখ্যার মাত্র ১.১৫ শতাংশ। দেশব্যাপী কোভিড-১৯ রোগ থেকে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ।
তারা জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রোগির সংখ্যা ৭ হাজার ৫৪১ জন বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভারতে ১৬ লাখ ৬ হাজার ৭৮৫ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ৫২ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ২৯৩ জনের এ ভাইরাস পরীক্ষা করা হলো। পরীক্ষার বিপরীতে প্রাত্যহিক আক্রান্তের হার ২.৬১ শতাংশ।
সাপ্তাহিক আক্রান্তের হার ২.৫৮ শতাংশ এবং বিগত ৬৮ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার ৩ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।
উপাত্ত অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে মৃত্যু হার ১.৩৪ শতাংশ।
এসএ/