ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ভারতেই থাকতে চান তসলিমা নাসরিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ২২ অক্টোবর ২০২৪

ভারতেই থেকে যেতে চান তসলিমা নাসরিন। বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর ভারতই ঠিকানা বাংলাদেশি এই লেখিকার।

ভারতে বসবাসের জন্য পারমিট রিনিউ করার আবেদন নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হয়েছেন তসলিমা। এক্স হ্যান্ডেলেও তিনি জানান যে ভারতেই যেন তাকে থাকতে দেওয়া হয়।

বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের লেখা বই একসময় ভয়ঙ্কর শোরগোল ফেলেছিল এবং যার জেরে ১৯৯৪ সালে তার বিরুদ্ধে দেশে ফতোয়া জারি হয়েছিল। এরপরেই বাংলাদেশ ছাড়া হয়ে তিনি ভারতে আশ্রয় নেন। দীর্ঘসময় কলকাতায় ছিলেন তিনি। এরপর রাজস্থানের জয়পুর হয়ে শেষ পর্যন্ত দিল্লিতেই বসবাস করছেন লং টার্ম রেসিডেন্সি পারমিটে।

তবে তসলিমার সেই পারমিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে জুলাই মাসে। এরপর আর তার পারমিট রিনিউ হয়নি। আর এতেই ভারত ছাড়া হওয়ার ভয় তসলিমার মনে। এক্স হ্যান্ডেলে তসলিমা নাসরিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে লেখেন, “অমিত শাহজি, নমস্কার। আমি ভারতে বসবাস করি কারণ এই দেশকে আমি ভালবাসি। বিগত ২০ বছর ধরে এই দেশ আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু ২২ জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়াচ্ছে না। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যদি আমায় এই দেশে থাকতে দেন।”

প্রসঙ্গত, সুইডিশ নাগরিকত্ব থাকলেও, ২০১১ সাল থেকে ভারতেই বসবাস করছেন তসলিমা নাসরিন। এর আগেও তিনি ভারতে তার রেসিডেন্সি পারমিট নিয়ে কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের অভাবের কথা জানিয়েছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি