ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতের জয়রথ থামিয়ে সেমিতে যেতে চায় দক্ষিণ আফ্রিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ৫ নভেম্বর ২০২৩

টানা সাত ম্যাচ জিতে উড়তে থাকা ভারতের জয়রথ থামিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। এমন লক্ষ্য নিয়েই আজ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে টেবিলের শীর্ষে থাকা।

পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ৬ জয়ে আয়োজকদের ঠিক পরেই আছে প্রোটিয়ারা। এদিকে, আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। দারুন ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়েই চোখ রোহিত-কোহলিদের।

কোলকাতার ইডেন গার্ডেনে দু’দলের লড়াই শুরু রোববার দুপুর আড়াইটায়।

বিশ্বকাপে তৃতীয় শিরোপার পথেই হাঁটছে ভারত। ৭ ম্যাচে মাঠে নেমে সবগুলোতেই জয় তুলে নিয়েছে রোহিতরা। শুধু জয়ই নয় প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করে পয়েন্ট টেবিলের শীর্ষে আয়োজকরা।

এবার প্রতিপক্ষ দারুন ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা। তবে এ নিয়ে ভাবছে না রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। নিজেদের মাঠে শতভাগ জয় নিয়ে সেমিতে খেলতে চায় ভারত।

ব্যাটিংয়ে নেমেই আগুন ঝরাচ্ছেন রোহিত শর্মা। বিরাট-গিল-শ্রেয়াস-রাহুলরাও আছেন সেরা ছন্দে। বোলিং লাইনে জাদেজা-কুলদ্বিপের সাথে বুমরাহ-শামি-সিরাজদের কম্বিনেশনটাও দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কি এই ছন্দ হারাতে চাইবে রোহিতের দল?

দুঃসংবাদ আছে ভারত দলে। বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন হার্ডিক পান্ডিয়া।

এদিকে, বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতে এসে নেদারল্যান্ডস ছাড়া সবগুলো ম্যাচেই দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত। ৭ ম্যাচে মাঠে নেমে পাঁচটিতেই তিন’শর বেশি রান করেছে প্রোটিয়রা। 

দুই পয়েন্ট কম নিয়ে ভারতের পরের অবস্থানে থাকলেও রানরেট এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতে শীর্ষে ফিরতে সর্বোচ্চটা দিতে চান ডি কক-ক্লাসেন-রাবাদারা। 

দলের অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ‘সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আমাদের সামনে সহজ সমীকরণ। সেটি হলো- জয়। আর এ কাজটি ছেলেরা দারুনভাবে করছে। সর্বশেষ চার ম্যাচের সবক’টিতেই জিতেছি আমরা। আশা করছি, জয়ের ধারা অব্যাহত রেখে ভারতের বিপক্ষে ম্যাচেই সেমির টিকিট নিশ্চিত করতে পারবো।’

বিশ্বকাপে ভারতের বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। পাঁচ বারের মোকাবেলায় দক্ষিণ আফ্রিকার জয় ৩টিতে। ভারত জিতেছে ২ ম্যাচে। অবশ্য বিশ্বকাপে সর্বশেষ দুই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আছে ভারতের।

এখন পর্যন্ত ৯০ ওয়ানডেতে  মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টিতে এবং ভারতের জয় ৩৭ ম্যাচে। পরিত্যক্ত হয়েছে ৩ ম্যাচ।

ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা দল
তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, এনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকুওয়াও, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন ও লিজার্ড উইলিয়ামস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি