ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতের টেস্ট দলে বুমরাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫০, ৪ ডিসেম্বর ২০১৭

ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করা জসপ্রিত বুমরাহ এবার ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৭ সদস্যের সেই দলে জায়গা হয়েছে জসপ্রিত বুমরাহর।

ওয়ানডে ও টেস্টে নিয়মিত মুখ হলেও এর আগে ভারতীয় টেস্ট দলে খেলা হয়নি বুমরাহর। এদিকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ফিরেছেন পার্থিব প্যাটেল।

বুমরাহ ছাড়াও ভারতের পেস আক্রমণে রয়েছেন ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

ভারতের টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, হৃদ্ধিমান সাহা, পার্থিব প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি