ভারতের নির্ভয়া গণধর্ষণ মামলার ৪ আসামির মৃত্যুদন্ড
প্রকাশিত : ১৭:৫৬, ৫ মে ২০১৭ | আপডেট: ১৮:২৯, ৫ মে ২০১৭
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2017May/vlcsnap-2017-05-05-18h28m21s31220170505072931.png)
ভারতের দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ মামলার ৪ আসামির মৃত্যুদন্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্ট
২০১৩ সালে চার ধর্ষকের ফাঁসি দেয় বিচারিক আদালত। পরে হাইকোর্টও তাদের মৃত্যুদন্ড বহাল রাখে। সুপ্রিম কোর্টে আপিল করে আসামিরা। নাবালক বিবেচনায় এক ধর্ষণকারী তিন বছর সংশোধনকেন্দ্রে থাকার পর মুক্তি পায়। দিল্লিতে ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে বাড়ি ফিরছিলেন ২৩ বছর বয়সী মেডিকেল শিক্ষার্থী। একটি বাসে তাকে ধর্ষণ করে ছয় ব্যক্তি। লোহার রড দিয়ে পিটিয়ে ও শরীরের নানান অংশে তাকে জখমও করে ধর্ষকরা। ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে হার মানেন নির্ভয়া নামে পরিচিত হয়ে ওঠা ওই শিক্ষার্থী।
আরও পড়ুন