ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন বিদ্যা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি তুমহারি সুলু সিনেমাতে তিনি কমেডি চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি খুব একটা ব্যবসা সফল না হলেও বিদ্যার অভিনয় প্রশংসিত হয়েছে। নতুন খবর হচ্ছে- এবার সম্পূর্ণ ভিন্নধর্মী একটি সিনেমাতে দেখা যাবে তাকে। স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের সিনেমাতে অভিনয় করবেন বিদ্যা। যে সিনেমার বিষয়বস্তু আগাগোড়াই রাজনৈতিক।

সাগরিক ঘোষের বই ‘ইন্দিরা : ইন্ডিয়াজ মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ এর ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই সিনেমা। সম্প্রতি সাগরিকার একটি ট্যুইটে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

সাগরিকা জানিয়েছেন, ইতিমধ্যেই মুভিরাইটস-এর জন্য কনট্র্যাক্টও সাইন হয়ে গেছে। তিনি বড় পর্দায় এটি দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন।

প্রসঙ্গত, এর আগে একটি ম্যাগাজিন লঞ্চের সময় বিদ্যা ইন্দিরা গান্ধীর বায়োপিকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই সময় তিনি জানিয়েছিলেন সিনেমাটি ঠিকঠাকভাবে মুক্তির জন্য প্রয়োজন অনুমতিরও।

সিল্ক স্মিতা থেকে সুলু, বিদ্যা বরাবরই ঝড় তুলেছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে। এবার ভারতের সবথেকে ক্ষমতাশালী মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় তিনি কতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবেন সিনেপ্রেমীদের কাছে, এখন তারই অপেক্ষা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি