ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে নামছে অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২৬ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ শেষ হতে না হতেই আবারও শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। সবার থেকে এগিয়ে ভারত-অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফাইনালে অজিদের বিপক্ষে পরাজয়ের চার দিনের মাথায় ফের মাঠে নামে টিম ইন্ডিয়া। দ্বিতীয় সারির দল নিয়েও ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক ভারত। ভেন্যু বদলালেও জয়ের ধারায় থাকতে চায় সূর্যকুমার যাদবের দল। ঘুরে দাঁড়াতে মরিয়া বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া।

থিরুবনন্তপুরমে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হাই স্কোরিং ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০৮ রান করে অসিরা। তিন নম্বরে নেমে ৫০ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলেন জশ ইংলিশ। ১১টি চার ও ৮টি ছক্কা মারেন তিনি।  জবাবে ২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ বল বাকী থাকতে ২ উইকেটে জয়ের স্বাদ পায় ভারত। 

এ ম্যাচ দিয়ে সংক্ষিপ্ত ভার্সনে  সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে ভারত। দলের জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইশান কিশান। সূর্য ৪২ বলে ৮০ ও কিশান ৩৯ বলে ৫৮ রান করেন। 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের চারদিন আগেই ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারের ব্যর্থতা ঝেড়ে ফেলে দারুন জয়ে উচ্ছ্বসিত ভারত। দলের অধিনায়ক সূর্য বলেন, ‘বিশ্বকাপ ফাইনালে হারের পর এমন জয় সত্যিই প্রশংসনীয়। হয়তো এই দলে বিশ্বকাপের অনেকেই নেই। কিন্তু বিশ্বকাপ ফাইনালে হারের স্মৃতি কষ্টদায়ক।’

এই জয় সিরিজের বাকী ম্যাচে দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে জানিয়ে  সূর্য বলেন, ‘প্রথম ম্যাচের জয় দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। সিরিজের পরের ম্যাচেও আমরা জিততে চাই। জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা।’

অন্যদিকে, ২শর বেশি রান করেও এভাবে ম্যাচ হেরে যাওয়ায় হতাশ অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়িয়ে সিরিজে সমতা আনতে মুখিয়ে আছে অসিরা। দলের অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, ‘আমাদের বোলিং মান সম্মত হয়নি। বোলাররা রান আটকাতে পারেনি। ব্যাটাররা ভালো করেছে। আশা করছি, পরের ম্যচ জিতে সিরিজে সমতা আনতে পারবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২৭বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। জয়ের পাল্লা ভারী ভারতের পক্ষে। ১৬টিতে জিতেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার জয় ১০টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। 

ভারত দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান, যশ^সী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণই, আর্শদিপ সিং, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার। 

অস্ট্রেলিয়া দল
ম্যাথু ওয়েড (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, সিন এ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাংহা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন, অ্যারন হার্ডি ও এডাম জাম্পা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি