ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের বিপক্ষে টাইগারদের টেস্ট দলে চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হিসেবে রয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বাজে ফর্মের কারণে বাদ পড়েছিলেন তিনি।

প্রথম টেস্ট ম্যাচের জন্য বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দল ঘোষণা করল বিসিবি। ইনজুরিতে ছিটকে পড়া অভিজ্ঞ তামিম ইকবালকে প্রথম টেস্টেও পাচ্ছে না দল। রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমানকেও। 

১৭ জনের দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান জাকির হাসানকে। আছেন পেসার রেজাউর রহমান রাজাও। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে দারুণ সময় কাটছে বাংলাদেশের। এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে লিটন-মিরাজরা। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে। একই মাঠে ১৪ ডিসেম্বর শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। এছাড়া দ্বিতীয় তথা শেষ টেস্ট আগামী ২২ ডিসেম্বর মিরপুরে হবে।

১৭ সদস্যের টেস্ট স্কোয়াড

মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি চৌধুরী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হোসেন, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি