ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১৩:০৬, ১৬ জুন ২০১৯ | আপডেট: ১৩:২৪, ১৬ জুন ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরে আজ রোববার ম্যানচেস্টারে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। প্রতিবারের মতো এবারও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

এবার বিশ্বকাপের শুরুতে ম্যাচ হেরে খেই হারিয়ে ফেললেও ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ক্যামব্যাকে টুর্নামেন্ট জমিয়ে দিয়েছে সরফরাজদের দল।

পাকিস্তান বিশ্বকাপের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করে সেই দলে ছিলেন না মোহাম্মদ আমির। ইংল্যান্ড সিরিজেও অসুস্থতার কারণে পাননি সুযোগ। কিন্তু যথারীতি বড় মঞ্চে বল হাতে পেয়ে আমির জাত চিনিয়েছেন।

এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন আমির। তার চেয়ে বেশি উইকেট এই বিশ্বকাপে পেয়েছেন দুইজন। মিচেল স্টার্ক যিনি খেলেছেন ৫ ম্যাচ, পেয়েছেন ১৩টি উইকেট। প্যাট কামিন্সও ৫ ম্যাচ খেলে নিয়েছেন ১১ টি উইকেট।

বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তাই আজ ভারতের বিপক্ষে ম্যাচ জিততে মরিয়া পাকিস্তান দল।

পাকিস্তানের কোচ মিকি আর্থার বলছেন, পাকিস্তান যদি তিন বিভাগেই ভালো করে সে ক্ষেত্রে পাকিস্তানকে সামলানো কঠিন হবে।

মিকি আর্থার বলেন, ‘আমাদের নির্দয় হতে হবে, আমাদের আটকানো ভীষণ কঠিন। ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে হবে।’

চলুন জেনে নেওয়া যাক, ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, আসিফ আলি, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, শাদাব খান ও মোহাম্মদ আমির।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি