ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ভারতের ভিডিওকে দেশে কনসার্টে সহ-সমন্বয়কের গান গাওয়ার দৃশ্য দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান ও মিউজিক ফেস্ট। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেজে একজন নারীর গান গাওয়ার ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে বৈষম্যবিরোধী আন্দোলনের এক সহ-সমন্বয়ক আপুর পেয়ারে-লাল পারফরম্যান্স!”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এছাড়া, উক্ত একই ভিডিওটি সহ-সমন্বয়ক নারীর গান গাওয়ার দৃশ্যের দাবিটি ছাড়াও কেবলমাত্র বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টের দৃশ্য দাবিতেও প্রচার করা হয়েছে। এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো সহ-সমন্বয়ক নারীর গান গাওয়ার দৃশ্য বা বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টের দৃশ্য নয়। বরং, প্রচারিত ভিডিওটি ভারতের একটি উৎসবে ভারতীয় অভিনেত্রী নন্দিনী দত্তের গান গাওয়ার দৃশ্যের। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘পানিহাটি উৎসব ও বইমেলা’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ ডিসেম্বরে “Pyarelal (প্যারেলাল) গানটি গেয়ে সকলের মন জয় করলেন আমাদের সকলের পছন্দের নায়িকা” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত সম্ভাব্য মূল ভিডিওটি পাওয়া যায়। তবে, উক্ত ভিডিওটিতে স্টেজে গান গাওয়া নারীর পরিচয় উল্লেখ করা হয়নি। 

উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করলে জানা যায় পানিহাটি উৎসব ও বইমেলা ভারতের পশ্চিমবঙ্গের সোদপুরের অমরাবতী ময়দানে ২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এখানে বইমেলা, সাংস্কৃতিক উৎসব, ফুড পার্ক, স্বনিযুক্তি গ্যালারী, শিল্প বাণিজ্য গ্যালারী, আর্ট গ্যালারী, আলোকচিত্র প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী, অঙ্কন প্রতিযোগিতা, পানিহাটি শ্রী, বিনাব্যয়ে মেডিক্যাল ক্যাম্প ও সেমিনারসহ নানা বিষয় আয়োজন করা হচ্ছে।

পরবর্তী অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলায় গত ২৩ ডিসেম্বরে “Nandini: ‘পেয়ারেলালের প্যারালাইসিস হয়ে গেছে শুনে!’, দুই শালিক খ্যাত নন্দিনীর গান শুনে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। উক্ত সংবাদ প্রতিবেদনটিতে প্রচারিত ভিডিওটির একটি স্ক্রিনশটেরও সংযুক্তি পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, পানিহাটি বইমেলায় অতিথি হিসেবে এসেছিলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দুই শালিকের অন্যতম অভিনেত্রী নন্দিনী দত্ত। মঞ্চে উঠে গাইলেন দুই পৃথিবী ছবিটির হিট গান পেয়ারেলাল। পানিহাটি উৎসব ও বইমেলা পেজের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কালো জ্যাকেট, কালো প্যান্ট পরে মাইক হাতে গান গাইছেন দুই শালিক ধারাবাহিকের অভিনেত্রী। হাতে ধরা ফোন দেখে দেখেই গাইছেন। 

অর্থাৎ, প্রতিবেদনটি থেকে জানা যায়, গান গাওয়া উক্ত নারী হচ্ছেন ভারতীয় অভিনেত্রী নন্দিনী দত্ত। একই তথ্য টিভি৯ বাংলা ও আজকালের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়।

তাছাড়া, প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারীর সাথে নন্দিনী দত্তের মুখমন্ডলের তুলনা করলেও সাদৃশ্য পাওয়া যায় যা অধিকতর নিশ্চিত করে প্রচারিত ভিডিওটিতে গান গাওয়া নারী ভারতীয় অভিনেত্রী নন্দিনী দত্ত।

সুতরাং, প্রচারিত ভিডিওটি বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো সহ-সমন্বয়ক নারীর গান গাওয়ার দৃশ্যের বা বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টের দৃশ্যের শীর্ষক দাবি মিথ্যা।

তথ্যসূত্র:

Panihati Utsav O Boimela – Pyarelal (প্যারেলাল) গানটি গেয়ে সকলের মন জয় করলেন আমাদের সকলের পছন্দের নায়িকা
Hindustan Times Bangla – Nandini: ‘পেয়ারেলালের প্যারালাইসিস হয়ে গেছে শুনে!’, দুই শালিক খ্যাত নন্দিনীর গান শুনে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া!
Rumor Scanner’s analysis

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি