ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে: হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপি চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছিলো উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এখন তারাই ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছে।

দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এই মন্তব্য করেন তিনি। হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি হবে না। আগামী ৬ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশনের ওলামা সম্মেলন সামনে রেখে জঙ্গিরা যাতে কোন ধরনের নাশকতা করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি