ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের সামনে দাঁড়াতেই পারেনি জ্যোতিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

এশিয়ান গেমস নারী ক্রিকেটে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত।

ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি জ্যোতির দল। 

দুই ওপেনারসহ ৫ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। বাকি ব্যাটররা পৌঁছতে পারেননি ডাবল ফিগারে। একমাত্র অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ১২ রানের কল্যাণে হাফ সেঞ্চুরি পার করে ৫১ রানে অল আউট হয় টাইগ্রেসরা। 

জবাবে মাত্র ৮ দশমিক ২ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৫২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি