ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ভারতের হাসপাতালে ৫২ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:২৪, ২৭ আগস্ট ২০১৭

ভারতের ঝাড়খন্ডে একটি হাসপাতালে এবার ৫২ শিশুর মৃত্যু হয়েছে। এর আগে দেশটির গোরাখপুরে অক্সিজেনের সংকটে এমন শিশুমৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, ভারতের জামশেদপুরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজে গত এক মাসে এ সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে। কি কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের দাবি অপুষ্টিজনিত কারণে শিশুদের মৃত্যু হয়েছে।

একসঙ্গে এত শিশুর মৃত্যুতে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও বহু শিশু ওই হাসপাতালে ভর্তি রয়েছে। দু:শ্চিন্তায় ভুগছেন তাদের পরিবারের লোকজন। ১৯৬১ সালের ১৪ নভেম্বর জামশেদপুরে হাসপাতালটি স্থাপিত হয়।

বর্তমানে হাসাপাতালটিতে ৫৪০টি শয্যা রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেও এমন মর্মান্তিক ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানায়। এর আগে রাচির একটি হাসপাতালে ১১৭ দিনে ১৬৪ শিশুর মৃত্যু হয়। ওই শিশু মৃত্যুর ঘটনার তদন্ত চলছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি