ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

ভারতের ৬ উইকেটের সহজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ৮ মার্চ ২০১৮ | আপডেট: ০৮:৩৬, ৯ মার্চ ২০১৮

না পারলেন না টাইগাররা। এতগুলো সুযোগ পাওয়ার পরও বড় স্কোর গড়তে পারেননি টাইগাররা। তাই দলকে জেতাতে পারেননি বোলাররা। শিখর ধাওয়ান, সুরেশ রায়না আর মনিশ পাণ্ডের ব্যাটিংয়ে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।

 এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাটিংয়ে ব্যর্থতায় ১৩৯ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুশফিকুর রহমান দুই অঙ্কের ফিগার ছুঁলেও ইনিংসকে বেশি দূর লম্বা করতে পারেনি। লিটন দাস ও সাব্বির রহমান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দুইজনই ফেরেন ৩০ এর ঘরে। এতে মাত্র ১৩৯ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস। 

এরআগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২০ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। এর কিছুক্ষণ পরই তার পথ ধরেন তামিম ইকবাল। মুশফিকুর রহিম কিছুটা আশা জাগালেও টিকতে পারেননি বেশিক্ষণ। এ তিন ব্যাটসম্যানই ২০ এর কোটা পেরোতে পারেননি। সৌম্য, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম করেন যথাক্রমে ১৫, ১৪ ও ১৮ রান।

তবে মাহমুদুল্লাহ রানের খাতায় সিঙ্গেল যোগ করতেই বিদায়। করেছেন মাত্র ১ রান। এতেই মূলত চাপে পড়ে বাংলাদেশ। এরপর সাব্বির-লিটনও টাইগারদের বড় স্কোর গড়ার স্বপ্ন দেখান। তবে লিটন দাস ফেরার পর সাব্বিরও তার পথ ধরেন। লিটন দাস ৩০ বলে ৩৪ রান ও সাব্বির রহমান ২৬ বলে ৩০ রান করেন। 

শ্রীলঙ্কার পেস বোলার উনাদকত ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। এ ছাড়া যুবেন্দ্র চাহাল ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। এরপর ১৪০ রানের মামুলি টার্গেটে ব্যাটিং করতে নেমে সুরেশ রায়না, শিখর ধাওয়ান ও মনিশ পান্ডের ব্যাটিং তান্ডবে সহজ জয় পায় ভারত। 

এমজে/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি