ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভার্চুয়াল বিদ্যুৎ কেন্দ্র!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২৪ মার্চ ২০১৮

ভার্চুয়াল বিদ্যুৎ কেন্দ্র! নাম শুনে ভড়কে গেলেন। ঘটনা কিন্তু সত্যি। অস্ট্রেলিয়ায় এমন প্রকল্প বাস্তবায়নাধীন। দেশটির দক্ষিণাংশে বিদ্যুৎ সংকট বেশ প্রকট। চার বছরের এ প্রকল্প সম্পন্ন হলে দেশটিতে বিদ্যুৎ সংকট আর থাকবে না বলেই আশা করছে অস্ট্রেলিয়া।
ভার্চুয়াল বিদ্যুৎ কেন্দ্র কি? এটি মূলত সৌরশক্তিসহ একাধিক উৎস থেকে স্থিতিশীল বিদ্যুৎ পাওয়ার উপায়। অষ্ট্রেলিয়ার সাড়ে ৬ হাজার বাড়ির সমন্বয়ে একটি ‘ভার্চুয়াল বিদ্যুৎ কেন্দ্র’তৈরি করা হয়েছে। এটিকে বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল বিদ্যুৎ কেন্দ্র বলা হচ্ছে। ভবিষ্যতে এ প্রকল্পে যোগ দেবে ৫০ হাজার বাড়ি। প্রকল্পের প্রতিটি বাড়িতে সৌরশক্তি আহরণের জন্য সৌর প্যানেল বসানো হয়েছে। এছাড়া প্রতিটি বাড়িতেই যুক্ত করা হয়েছে মার্কিন নির্মাতা টেসলার ব্যাটারি ও সংযুক্ত পাওয়ার ইউনিট। প্রতিটি বাড়ি অন্যদের সঙ্গে সংযুক্ত গ্রিডের মাধ্যমে।
কোনো বাড়ির উৎপাদিত বাড়তি বিদ্যুৎ তারা মূল গ্রিডে পাঠিয়ে দেয়। এরপর এ গ্রিডের বিদ্যুৎ অন্যরা অর্থ দিয়ে ব্যবহার করে। এদিকে বিদ্যুৎ যারা উৎপাদন করে গ্রিডে পাঠায়, তারাও মিটারের মাধ্যমে সেজন্য অর্থ পায়।
দক্ষিণ অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভার্চুয়াল বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে তারা প্রতিটি বাড়িতে যেমন বিদ্যুৎ নিশ্চিত করতে পারবে, তেমন এ বিদ্যুৎ অন্যরাও ব্যবহার করতে পারবে। এতে সে এলাকায় একটি স্থিতিশীল বিদ্যুতের উৎস নিশ্চিত হচ্ছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি