ভালুকার বাড়িতে আরও বিস্ফোরক উদ্ধার
প্রকাশিত : ১৬:৫২, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৪০, ২৮ আগস্ট ২০১৭
ময়মনসিংহের ভালুকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় তল্লাশি চালিয়ে আরও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর রোববার রাত থেকে বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ।
ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সোমবার সকালে সেখানে তল্লাশি শুরু করে। এসময় বেশ কিছু বোমা, গ্রেনেড এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নূরে আলম দুপুরে সাংবাদিকদের বলেন, নিহত জঙ্গির ঘর থেকে বড় আকারের তিনটি শক্তিশালী বোমা, তিনটি ট্রেসার, একটি গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এখন সেগুলো নিস্ক্রিয় করার কাজ চলছে।
এর আগে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে আধা-পাকা ওই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই বাড়ির অন্য সদস্যরা পালিয়ে যান। পরে পর ঘরের ভেতরে একজনের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু গণমাধ্যমকে জানান, বোমা বিস্ফোরণের পর দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান নিহতের স্ত্রী। পরে মসজিদের মাইকে তাদের ধরতে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হবিরবাড়ী বাসন্ট্যান্ড এলাকা থেকে ওই তিনজনকে আটক করে পুলিশ।
বাড়ির মালিক আজিম উদ্দিনের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, সুতার ব্যবসায়ী পরিচয় দিয়ে স্ত্রী পারভীন আক্তার ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে গত ২৪ অগাস্ট ওই বাড়িতে ওঠে ৩৫ বছর বয়সী ওই ‘জঙ্গি’। তখন সে তার নাম বলেছিল আবদুল্লাহ, বাড়ি কুষ্টিয়ায়।
আর/ডব্লিউএন
আরও পড়ুন