ভালুকায় বনভূমি রক্ষার নামে কৃষকদের হয়রানী বরদাস্ত করা হবে না
প্রকাশিত : ১৬:৫৯, ১৮ জুন ২০২৪
ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ এমপি বনভূমি রক্ষার নামে কৃষকদের ফসলি জমি বসত ঘর দখলের নামে বন কর্মকর্তাদের বেপরোয়াপনা, চাঁদাবাজি হামলা মিখ্যা মামলা দিয়ে অসহায় পরিবার সদস্যদের হয়রানী বরদাস্ত করা হবে না বলে বন কর্মকর্তা ও কর্মচারীদের হুসিয়ারী দিয়েছেন।
ভালুকাবাসীকে দেয়া ঈদের শুভেচ্ছা বিনিময় বক্তব্যে তিনি এই হুসিয়ারী দেন তিনি বলেন ভালুকার মানুষ শান্তি প্রিয় কেউ তাদের শান্তি ভঙ্গের কারন হবেন না, ঈদকে ঘিরে কৃষকদের চাষ করা ফসলী জমিতে বৃক্ষ রোপনের নামে কাদিগর ও উথুরা রেঞ্জের বন কর্মকর্তাদের এত মাতামাতি কেন আমি জানতে চাই।
সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াদে এমপি আরো বলেন ভালুকার যেসব ভ‚মি বনের চয়েস লিস্টে হয়েছে সে সব জমির কাগজপত্র কষকদের সঠিক রয়েছে। আর এই সমস্যা সমাদান হবে বিষয়টি তিনি সংসদে উপস্থাপন করেছেন উল্লেখ করে বলেন ভ‚মি মন্ত্রনালয়ের মাধ্যমে বন ও সাধারণ মানুষের ভূমি জটিলতার নিরশনের চেষ্টা চলছে।
কিন্তু পরিতাপের বিষয় অসাধু বন কর্মকর্তা কর্মচারীরা বন ভূমি উদ্ধারের নামে যা করেন তা মানার মতো নয়। তাই আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে বলছি আপনারা আমাকে অবগত করবেন যদি বন কর্মকর্তা ও কর্মচারীরা আপনাদের কাছে চাঁদা দাবী ও হয়রাণী করে । আমি ওই দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো ।
পরে তিনি ভালুকার আপাময় জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে আমরা মাদক মুক্ত শান্তি ও সাম্যের সুন্দর ভালুকা গড়তে চাই।
আরও পড়ুন