ভালুকায় বিস্ফোরণের ঘটনায় আটক ৭
প্রকাশিত : ০৯:২৯, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৪১, ২৮ আগস্ট ২০১৭
ময়মনসিংহের ভালুকায় বোমা বিস্ফোরণের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। বিকালে এ ঘটনার পর রাতে তাঁদের আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলো- বাড়ির মালিক আজিম উদ্দিন, তাঁর স্ত্রী ফাতেমা, তাঁদের দুই ছেলে আশিক ও হাসান এবং বিস্ফোরণে নিহত ব্যক্তির স্ত্রী ও দুই সন্তান। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার বিকেলে ভালুকা উপজেলার কাশর গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। পুলিশের ধারণা, নিহত ওই ব্যক্তি জঙ্গি সংগঠনের সদস্য ছিলেন। পুলিশ, র্যাব ও পিবিআই বোমা বিশেষজ্ঞ দল বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ গণমাধ্যমকে জানান, পাঁচ দিন আগে কুষ্টিয়া থেকে এসে নিহত ওই ব্যক্তি আজিম উদ্দিনের বাড়ি ভাড়া নেন। সেখানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন তিনি। ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে আরো বোমা থাকতে পারে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
তবে বাড়ির মালিক নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানাতে পারেননি। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানান তিনি। ফ্যাক্টরিতে চাকরির কথা বলে বাড়ি ভাড়া নিয়েছিলেন ওই ব্যক্তি।
//এআর
আরও পড়ুন