ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ভালুকায় শীতার্থদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১১, ৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৬:১৩, ৪ জানুয়ারি ২০২৫

ভালুকায় অসহায় ও হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে সাড়ে সাত হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খান।

ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডে চলমান এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে পৌরসভার কাঁঠালী মার্কাজ মাদরাসা মাঠে এক হাজার শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দেন বিএনপির এই নেতা।

এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভালুকার শীতার্থ অসহায় মানুষের মাঝে সাড়ে ৭ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে ৬টি ওয়ার্ডে ৫ হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়েছে। আগামী ২ দিনের মধ্যে আরও ২ হাজার কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি সমাপ্ত হবে বলে জানান এই বিএনপি নেতা।

স্থানীয় পৌর বিএনপির নেতা হাতেম খান আরও বলেন, বিভিন্ন সময়  ঈদ, পূজা ও শীতে ব্যক্তি উদ্যোগে বস্ত্র ও কম্বল বিতরণ করে যাচ্ছেন তিনি। আগামীতেও অবহেলিত পৌরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি