ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালো কাজের প্রলোভনে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৮, ২৬ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৭:১১, ২৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভালো কাজের প্রলোভনে পরে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই নারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে যশোরের বেনাপোলের শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় শিকারপুর বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশী নারীকে আটক করা হয়েছে। 

পরে আটককৃত নারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন নড়াইল জেলার সরকেরডাঙ্গা গ্রামের বুলু মুন্সির মেয়ে সুমি খানম (২৫) ও সাতক্ষীরা জেলার বড়দল গ্রামের ফিলিপ সরকার মেয়ে পিংকি সরকার (২৪)।

এদিকে, শার্শা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক শিশুসহ ১৬ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শার্শার ধান্যখোলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৪ জন নারী ও ১১ জন পুরুষ এবং এক শিশু রয়েছে।

আটকরা হলেন- সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়া জেলার জিহাদ হোসেন (২৭), মিন্টু হোসেন (৩৭), মোহম্মদ রনি (২৮) ,মোহম্মদ জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম হোসেন (৩২)। 

লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে তারা চলতি বছরের ১৮ ও ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। বুধবার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা ক্যাম্পের বিজিবির টহলদল তাদেরকে আটক করে।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ৬ জনকে শার্শা থানায় এবং ১০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি