ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভালো খেলতে পারলে সিরিজ জেতা সম্ভব :মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ২৮ জুলাই ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জয়ের কাছে এসেও হেরে যায়। ওই ম্যাচে জিততে পারলে সিরিজ জিতে যেত ওই দিনই। কিন্তু শেষ ওভারে দরকার ৮ রান। আর বাংলাদেশ সেই ম্যাচে তিন রানে হেরে যায়। ফলে বলা হয় আরেকবার কূলে এসেও তরী ডুবে গেলো। আজকের ম্যাচ জিতে সিরিজ জিততে চায় টাইগাররা। এমনটাই জানালেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যার তৃতীয় ও শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে দুই দলের কাছেই অঘোষিতভাবে ‘ফাইনালে’। সেন্ট কিটসের কন্ডিশন কিছুটা কঠিন হলেও তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠে সিরিজ জয়ের প্রত্যয়।

তিনি বলেন, দ্বিতীয় ম্যাচেই আমাদের সিরিজ জয়ের সুযোগ ছিল। কিন্তু আমরা পারিনি। শনিবার আমাদের আরেকটি সুযোগ আছে। ভালো খেলতে পারলে আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব।

গায়ানার চেয়ে কিছুটা ভিন্ন কন্ডিশন সেন্ট কিটসে। মাঠও বেশ ছোট। সব মিলিয়ে এই মাঠে বোলারদের কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে। গায়ানার মতো পরিচিত কন্ডিশন না হলেও সেন্ট কিটসের উইকেট দেখে আশার কথাই শুনিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা উইকেট দেখেছি। আমার মনে হয়, যদি সব ঠিকঠাক চলে, তাহলে ভালো কিছু হবে।

দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়া সম্পর্কে মিরাজ বলেন, আমরা একবার ভুল করেছি, এটা আমাদের ব্যর্থতা ছিল। আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। যদিও যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, পরবর্তীতে তা কাটিয়ে ওঠার সামর্থ্য আমাদের আছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি