ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ভালো ফলনের আশায় আম বাগান মালিকরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ৩০ মার্চ ২০১৮

মুকুলে ছেঁয়ে গেছে রাজশাহীর প্রতিটি আম বাগান। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। আমের ভালো ফলন পেতে কীটনাশক প্রয়োগসহ গাছের পরিচর্যার পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা।

রাজশাহীর ছোট বড় প্রায় প্রতিটি আম বাগানে এখন মুকুলের সমারোহ। এরই মধ্যে গোপালভোগ, লখনা, রানিভোগসহ কয়েকটি জাতের আমের গুটি দানা বাঁধতে শুরু করেছে। বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন মালিকরা। 

গত কয়েক বছরের তুলনায় এবার মুকুল বেশি আসায় বাড়তি ফলনের আশা করছেন মালিকরা।

পোকার আক্রমণ ঠেকাতে নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা ফল গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার।

রাজশাহী জেলায় ১৭ হাজার ৪শ’ ২০ হেক্টর জমিতে এবার দুই লাখ ৮ হাজার ৬শ’ ৬৪ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি