ভাষার মাসকে ঘিরে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করেছে অমর একুশে অনুষ্ঠানমালা
প্রকাশিত : ২৩:১১, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:১৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬
ভাষার মাসকে ঘিরে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করেছে অমর একুশে অনুষ্ঠানমালা । মঙ্গলবার, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাঁচ ভাষাসৈনিক । দুইসপ্তাহ ব্যাপী এই আয়োজন চলবে দুটি ধাপে । প্রথম ধাপে শহীদ মিনার এবং পরবর্তী অংশ হবে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে।
রাষ্ট্র চলবে বাংলায়, না চলা অন্যায়। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হল সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানমালা।
জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাঁচ ভাষাসৈনিক। কাজী এবাদুল হক, ড.শরীফা খাতুন, অধ্যাপক ফুলে হোসেন, রওশন আরা বাচ্চু, এবং সাবির আহমেদ চৌধুরি। ভাষা আন্দোলনের চেতনা ও পরম্পরাকে সমুন্নত রাখার আকুতি ছিল ভাষা সৈনিকদের আহ্বানে।
শুধু ফেব্র“য়ারি নয়, যাপনে জীবনে ধারন করতে হবে মাতৃভাষার চেতনা- এমন আহ্বানই ছিল সাংস্কৃতিক সংগঠকদের কন্ঠে ।
আরও পড়ুন