ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ভাষার মাসে বিনামূল্যে ডেলিভারি দিচ্ছে ফুডপান্ডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ১২ ফেব্রুয়ারি ২০১৮

ভোজন রসিকদের জন্য সুখবর। ভাষার মাসে কোনো ধরণের ফি ছাড়াই খাবার সরবরাহ করছে ফুডপান্ডা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ছয় শতাধিক রেস্তোরাঁর খাবারের অর্ডারে এই সেবা দেবে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার থেকে শুরু হওয়া এই ‘ফ্রি ডেলিভারি’ সেবা চলবে ৪ মার্চ পর্যন্ত। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী যে কেউ ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার করে এই সেবা পাবেন।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের যেসব রেঁস্তোরার খাবার ফুডাপান্ডা ফ্রি ডেলিভারির সুবিধা দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল - ঢাকায় কেএফসি, টেকআউট, পিজ্জাহাট, বার্গার কিং, চিলিস, চট্টগ্রামে বারকোড ক্যাফে, ক্যাফে মিলানো, মুনো ক্যাফে বিস্ট্রো এবং সিলেটে উনডাল কিং কাবাব, পানসি, হট স্পট, সিপ অ্যান্ড বাইট।

ফুডপান্ডার হেড অব পার্টনারশিপ অ্যান্ড পিআর সাকেরিনা খালেদ বলেন, গ্রাহকদের সুবিধার্থে ফুডপান্ডা সবসময়ই নতুন নতুন অফার দেয়। ভোজনরসিকরা যেসব খাবার পছন্দ করেন বা যেসব রেঁস্তোরার খাবার পছন্দ করেন সে সব খাবার ফুডপান্ডা ডেলিভারি দেয়। আশা করছি এই অফার গ্রাহকদের খাবার অর্ডার করতে আরও উৎসাহিত করবে। এর মাধ্যমে গতবারের মত এবারও ফুডাপান্ডার প্রবৃদ্ধি ও সাফল্য আরো বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, বিভিন্ন রেস্তোরা থেকে গ্রাহকের কাছে খাবার পৌছে দেওয়ার সেবা প্রদানকারী এই জার্মান ভিত্তিক প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাড়ে ছয়শ এরও বেশি রেস্তোরার খাবার গ্রাহকদের কাছে সংগ্রহ করে।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি