ভাষাসংগ্রামী আহমদ রফিকের জন্মদিন আজ
প্রকাশিত : ১১:০০, ১২ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১১:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৩
ভাষাসংগ্রামী, রবীন্দ্র গবেষক, প্রাবন্ধিক আহমদ রফিকের জন্মদিন আজ। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
মেধাবী ছাত্র আহমদ রফিক ১৯৪৭ সালে মেধা তালিকার ষোড়শ স্থানসহ ম্যাট্রিকুলেশন, ১৯৪৯ সালে দ্বাদশ স্থানসহ ইন্টারমিডিয়েট এবং ১৯৫৮ সালে এমবিবিএস পাস করেন।
১৯৫৮ সালে তার প্রথম গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। বাংলা একাডেমির ফেলো, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য, রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একুশে পরিষদ ও ভাষা আন্দোলন জাদুঘরের অন্যতম উদ্যোক্তা ছিলেন আহমদ রফিক।
সাহিত্যে গবেষণামূলক রচনার জন্য ১৯৭৯ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯২ সালে অলক্ত সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিল্পসাহিত্য পুরস্কার, ২০১৩ সালে রবীন্দ্র পদক লাভ করেন। সাহিত্যে অসামান্য অবদান রাখায় ১৯৯৫ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া ১৯৯৭ সালে কলকাতা থেকে রবীন্দ্রতত্ত্বাচার্য উপাধি পান।
এসবি/