ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভাষাসৈনিক শওকত আলীর জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২০ এপ্রিল ২০২০

ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামের অগ্রপথিক ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শওকত আলীর জন্মদিন আজ। ১৯১৮ সালের আজকের এই দিনে পুরান ঢাকার গেন্ডারিয়ায় তিনি জন্মগ্রহণ করেন।

বাবা শমশের আলী ও মা মেহেরুন্নেসা খানমের জ্যেষ্ঠ সন্তান শওকত আলী স্কুল জীবনেই রাজনীতি চর্চা শুরু করেন। আওয়ামী মুসলিম লীগ এবং ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন তিনি। এছাড়াও তিনটি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদেরও সদস্য ছিলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত কাছের মানুষ, সহযোদ্ধা ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শওকত আলী।

তার বাড়ি ছিল ভাষা আন্দোলন ও আওয়ামী লীগ গঠনের অনেক কার্যক্রম ও মিটিংয়ের কেন্দ্রস্থল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার দুঃসংবাদে শওকত আলী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ’৭৫-এর ১৮ আগস্ট ইন্তেকাল করেন। ঢাকার জুরাইন কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়। 

২০১১ সালে শওকত আলীকে বাংলাদেশে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলোর মধ্যে অন্যতম ‘একুশে পদক’ দেওয়া হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি