ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ভাড়া কমলো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১৮ নভেম্বর ২০২১

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বি-তলা বাসের ভাড়া কমানো হয়েছে। ২ টাকা কমিয়ে ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ রুটে বর্তমানে বেসরকারি বাসের ভাড়া ৪৫ টাকা।

সর্বশেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বিআরটিসির বাসের ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়। তখন বেসরকারি বাসের ভাড়া ছিলো ৫০ টাকা। যাত্রীরা বিআরটিসি বাসের ভাড়া কমানোর দাবির প্রেক্ষিতে ২ টাকা কমানো হলো। 

নারায়ণগঞ্জ বাস ডিপোর ম্যানেজার মো. শাহরিয়ার বুলবুল বলেন, ভাড়া ৪০ টাকা ছিল। সেখান থেকে ২ টাকা কমিয়ে ৩৮ টাকা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা ও যাত্রীদের কথা চিন্তা করেই ভাড়া কমানো হলো।

এদিকে, জেলা প্রশাসকের মধ্যস্থতায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী অন্যান্য পরিবহনের বাসগুলো ৫০ টাকা থেকে পাঁচ টাকা কমিয়ে বর্তমানে ৪৫ টাকা করে ভাড়া আদায় করছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে এ ভাড়া ছিল ৩৬ টাকা।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির আগে বিআরটিসি বাসের ভাড়া ছিলো ৩০ টাকা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি