ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে নীতিমালা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৪:৫১, ২২ মে ২০১৭

উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা স্থগিত করেছে হাই কোর্ট।
একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা-২০১৭ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাই কোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেয়।এর ফলে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি না করে নিজস্ব নীতিমালায় পরীক্ষার মাধ্যমে একাদশে শিক্ষার্থী ভর্তি করতে পারবে ভিকারুন ননেসা। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব সহ ৪ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ঢাকার নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজের ক্ষেত্রেও ওই নীতিমালার কার্যকারিতা গতকাল স্থগিত করে দেয় হাই কোর্ট।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি