ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনের সার্বিক বিষয়ে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এতে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: আবদুল মান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বলেন, আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে এ ক্যাম্পেইন।

১৭ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা বলবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি