ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ভিডিও কন্টেন্ট দেখার জন্য আলাদা ডাটা প্যাক আনল রবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১৮ মে ২০১৭

ভিডিও কন্টেন্ট দেখার জন্য সম্প্রতি আলাদা ডাটা প্যাক চালু করেছে দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি। রবি গ্রাহকরা যেন স্বচ্ছন্দে ভিডিও কন্টেন্ট দেখতে পারেন সে লক্ষ্যে এই প্যাকটি এনেছে অপারেটরটি।
এ ডাটা প্যাকটি ব্যবহার করে গ্রাহকরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব ও ভিডিওজোন ব্যবহার করতে পারবেন। গ্রাহকরা এই প্লাটফর্মগুলোতে শিক্ষা, বিনোদন, জীবনধারাসহ বিভিন্ন বিষয়ের ওপর অসংখ্য কন্টেন্ট দেখতে পাবেন।
তিন ভাবে  গ্রাহক এই ডেটা প্যাকটি গ্রহণ করতে পারেন। ৪৯ টাকায় ৭ দিন মেয়াদী ১ জিবি ডাটার জন্য *১২৩*১০২৪# এবং ৯ টাকায় ১ দিন মেয়াদী ২০০ এমবি ডেটার জন্য *১২৩*২০০# কোডটিতে ডায়াল করতে হবে।  
এছাড়া তিন দিন মেয়াদী ৫০০ এমবি এমবি ডেটার জন্য *১২৩*৫০০# কোডটিতে ডায়াল করতে হবে। এক্ষেত্রে গ্রাহকরা রিটেইলারদের কাছ থেকে স্ক্র্যাচ কার্ডে কিনেও সেবাটি গ্রহণ করতে পারবেন।
ইন্টারনেট ব্যালেন্স দেখতে *১২৩*৩*৫# কোডটিতে ডায়াল করতে হবে। বিস্তারিত জানতে (www.robi.com.bd ) সাইটটি দেখতে পারেন।  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি