ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিনগ্রহে যাওয়ার ‘হল্টিং স্টেশন’ চাঁদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বে জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে একটা সময় মঙ্গলে বসতি ঘরতে হবে অনেককে। বিজ্ঞানীরা বহুদিন ধরে এই ভবিষ্যতবাণী করে আসছেন। সেজন্য মঙ্গল জয়ের চেষ্টাও চলছে। মঙ্গল বসোপযোগী কিনা সেটি নিয়ে বিস্তর গবেষণাও হচ্ছে।

মঙ্গলে যেতে হলে চাঁদ গ্রহ পেরিয়ে যেতে হবে। কারণ চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশি। তাই একটা সময় চাঁদই হয়ে উঠবে আমাদের এক ও একমাত্র হল্টিং স্টেশন। যেখানে থেমে ফুয়েল নিতে হবে বিমানকে।

বিজ্ঞানীরা বলছেন, খনিজ পদার্থ চাঁদের অনেক গভীরে রয়েছে। তাই চাঁদ থেকে খনিজের উত্তোলন করা কষ্টসাধ্য। খনিজ পদার্থ আনার জন্য যেতে হবে গ্রহানুগুলিতে। আর তার জন্য চাঁদকেই বানাতে হবে আমাদের ‘হল্টিং স্টেশন’। শুধু তাই নয়, সেই সব খনিজ পদার্থের গুদামও বানাতে হবে চাঁদে।

খনিজ পদার্থের নিষ্কাশন ও প্রক্রিয়াকরণের কাজটাও করতে হবে চাঁদেই। যে দ্রুত হারে পৃথিবীতে মজুত করা খনিজ পদার্থ আমরা শেষ করে ফেলছি, তাতে সেই কাজ শুরু করে দিতে হবে তাড়াতাড়ি।

সূত্র: বিবিসি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি