ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ভিনদেশে অপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করা যাবে, নতুন উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ১১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২২:০২, ১১ জানুয়ারি ২০২৫

ইতালির অনুরোধে ইন্টারপোলের পক্ষ থেকে প্রথম 'সিলভার নোটিশ' জারি করা হয়েছে। এই সিলভার নোটিশের মাধ্যমে একটি সদস্য দেশ অপর দেশের কাছে কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুরোধ জানাতে পারবে। সেই সঙ্গে পাচার হয়ে যাওয়া অর্থ বা সম্পত্তির ক্ষেত্রেও নোটিশ জারি করতে পারবে ইন্টারপোল। 

তবে এই সংক্রান্ত প্রতিটি আবেদন পর্যালোচনা করবে ইন্টারপোলের সাধারণ সচিবালয়।

এতদিন পলাতক আসামি, হারিয়ে যাওয়া ব্যক্তি বা কোনও ব্যক্তি সংক্রান্ত তথ্যের ক্ষেত্রেই নোটিশ ইস্যু করা যেত ইন্টারপোলের মাধ্যমে। তবে এবার থেকে ভিনদেশে পাচার হওয়া সম্পত্তির ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে জারি করা যাবে 'সিলভার নোটিশ'। 

সম্প্রতি ইন্টারপোলের ইতিহাসে প্রথম 'সিলভার নোটিশ' ইস্যু করা হয়েছে। আপাতত এই 'সিলভার নোটিশ' ইস্যু করার বিষয়টি পাইলট প্রোজেক্ট হিসেবে পরিচালনা করা হচ্ছে। 

ভারতসহ ৫২টি দেশ ইন্টারপোলের সঙ্গে জড়িত। 

এই বছর নভেম্বর পর্যন্ত এই সিলভার নোটিশ পাইলট প্রোজেক্ট হিসেবে চালু থাকবে। সদস্য দেশগুলো সব মিলিয়ে মোট ৫০০টি সিলভার নোটিশ জারি করার সুযোগ পাবে। ভিনদেশে থাকা অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতেই এই নোটিশ ব্যবহার করা যাবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি