ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিনির হাতেই উঠছে ব্যালন ডি’অর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের মধ্যে সর্বোচ্চ মর্যাদার পুরস্কার হচ্ছে ব্যালন ডি’অর। আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান। পুরস্কার প্রাপ্তির আলোচনায় রয়েছেন রিয়ালের তারকা ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, ফ্রান্স ফুটবল ও উয়েফার যৌথ উদ্যোগে দেওয়া সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাচ্ছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

বিদায়ী মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন এই ব্রাজিলিয়ান। এরই মধ্যে প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়ুস। রিয়ালের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে, ওই সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অরের সোনালী বলটি ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকার হাতে উঠতে চলেছে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তার অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষে নিয়ে এসেছে।

মার্কা জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর মাদ্রিদের গ্রান ভিয়ায় নাইকি তাদের স্টোর পুনরায় চালু করতে চলেছে, এতে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ভিনিসিয়ুস ও সোনালী রঙের থিম। সেই সঙ্গে গোল্ডেন বুট ইতোমধ্যেই তার জন্য প্রস্তুত করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি