ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিন্ন পেশায় ডলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ডলি সায়ন্তনী। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে ফোক গানে একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন ডলি। আধুনিক গানেও তার রয়েছে দূর্দান্ত বিচরণ। নিজের একক অ্যালবামের পাশাপাশি তিনি গেয়েছেন চলচ্চিত্রেও। আর স্টেজে সারা বছরই সরব থাকেন। মাঝে কয়েক বছরের বিরতি নিয়ে আবারও সরব হয়েছেন ডলি।

বর্তমানে ব্যস্ততা নিয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘গান নিয়েই আসলে সময় চলে যায়। গানের পাশাপাশি পরিবারকেও সময় দিচ্ছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে বর্তমানে নতুন একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে আমরা দম্পতি যুক্ত হয়েছি। এটা নিয়েই ব্যস্ততা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছি আমাদের রাইজ গ্রুপের।’

একটি সুন্দর আগামীর জন্য- শ্লোগান নিয়ে বনানীতে গত ১ এপ্রিল রাইজ গ্রুপ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই উপলক্ষে বনানী নিজস্ব অফিসে উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান ফাইযান খান। আরও উপস্থিত ছিলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান সংগীতশিল্পী ডলি সায়ন্তনী এবং ব্যবস্থাপনা পরিচালক শামিম আজাদ ।

রাইজ গ্রুপের ভাইস-চেয়ারম্যান কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী বলেন, ‘ইনশাল্লাহ্ অনেক ভালো কিছু নিয়ে সবার মাঝে হাজির হয়েছি। আসলেই এ উদ্যোগটা আমার স্বামীর ইচ্ছা থেকেই, সে আমাকে বলতো অন্যের চাকুরী তো অনেক হলো এবার নিজেরা কিছু করি। সেই থেকে আর কি রাইজ গ্রুপ নিয়ে স্বপ্ন বাঁধি।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি