ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিন্ন রূপে আরফিন রুমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৩৭, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ধর্ম পালনে মনোযোগী হয়ে উঠেছেন সঙ্গীত শিল্পী আরফিন রুমি। নিজেকে অনেকটা পরিবর্তন করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা যাচ্ছে ভিন্ন রূপে। এর আগে গত রমজানে আরফিন রুমি ধর্মীয় রীতি পালনে বেশ মনোযোগী হয়ে ওঠেন। ঢাকা থেকে একটু দূরে নবাবগঞ্জের একটি মাজারে প্রায়ই যান আরেফিন রুমি। একটি লাইভ ভিডিওতে তিনি এ কথা বলেছিলেন। সেখানে সপ্তাহে ৫ দিন যান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরফিন রুমি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেগুলোতে তাকে পূর্বের চেয়ে ভিন্ন রূপে দেখা গেছে। মুখে দাড়ি ও মাথায় টুপি। হঠাৎ দেখলে অনেকেই হয়তো চিনতে পারবেন না।

উল্লেখ্য, গায়ক, সুরকার এবং সংঙ্গীত পরিচালক আরফিন রুমি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বেশ জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত বাংলা গানে একতরফা রাজত্ব ছিল তার। এই সময়ের মধ্যে ৩০ টিরও বেশি অ্যালবাম মুক্তি পেয়েছে তার। যার মধ্যে রয়েছে একক এবং মিশ্র কাজ। বাংলাদেশে তিনিই একমাত্র সংঙ্গীতশিল্পী যার আমেরিকাতেও স্টুডিও রয়েছে।

ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন রুমি। পরবর্তীতে তিনি কলেজে পড়াকালীন একাধিক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শুরু করেন এবং বেশ প্রশংসা কুড়ান। কিন্তু মায়ের উপদেশে তিনি ক্রিকেট খেলা ছেড়ে সংগীতের দিকে অগ্রসর হন।

এর আগে ছোটবেলায় তিনি তার মায়ের কাছ থেকে গান শিখেছেন। হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির ছিল তার প্রেরণার উৎস। গানের ব্যাপারে তাদের কাছ থেকে অনেক সহযোগিতাও পেয়েছিলেন। তিনি এ আর রহমান এর কাজগুলো দ্বারা প্রভাবিত হয়েছিলেন। গানের জগতে আসার আগেই (২০০৬ সালে) মডেল এর খাতায় নাম লিখিয়েছিলেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি