ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিন্ন লুকে শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শাকিব খান একেক ছবিতে একেক লুকে দর্শকের সামনে হাজির হচ্ছেন। এর আগে সম্রাট, শিকারী ও নবাব ছবিতে ভিন্ন ভিন্ন লুকে শাকিবকে দেখা যায়। এবার নোলক ছবিতেও দর্শকের সামনে আসছেন একেবারে অন্যরকম লুকে।

রাশেদ রাহার পরিচালনায় নোলক ছবিটির ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হয়েছে। সেখানে শাকিবকে আকর্ষনীয় ভঙ্গিতে বাইকের ওপর দেখা যাচ্ছে। এই ছবিতে শাকিব খানকে একজন ‘বাইক রাইডার’ হিসেবে দেখা যাবে।  

ভারতের হায়দ্রাবাদে ছয়দিন শুটিংয়ের মাথায় আজ বুধবার বাইকে বসা একটি স্থিরচিত্র প্রকাশ হয়েছে। ছবিতে দেখা গেল নতুন এক শাকিবকে। ফাঁকা রাস্তায় বাইকে বসে, রঙ করা চুল, হাতে একগুচ্ছ ব্রেসলেট দিয়ে শাকিব রকিং মুডের জানান দিচ্ছেন।

‘নোলক’ ছবিতে শাকিবের বিপরিতে অভিনয় করছেন চিত্রনায়িকা ববি। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইমেন্ট। শাকিব-ববি ছাড়াও এ ছবিতে আছেন ওমর সানী ও মৌসুমী।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি