ভিশন- ২০৩০ আওয়ামী লীগের অনুকরণে নয়
প্রকাশিত : ১৪:২৮, ১২ মে ২০১৭ | আপডেট: ১৪:৪৭, ১২ মে ২০১৭
ভিশন- ২০৩০ আওয়ামী লীগের অনুকরণে নয় বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, গত ১০ বছরে দেশকে পিছিয়ে দিয়েছে আওয়ামী লীগ। ফলে তাদের অনুসরণ বা অনুকরণ করার কিছু নেই। ভিশন- ২০৩০ আগামী দিনের উন্নয়ন ও সংস্কারের সনদ বলে দাবি করেন বিএনপি নেতারা। এছাড়া, নির্বাচন কমিশনের ইভিএম চালুর আলোচনাকে দুরভিসন্ধিমূলক বলেও অভিযোগ করেন তারা।
সমসাময়িক রাজনীতি নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ জাতীয় দল।
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ বেগম খালেদা জিয়ার দেয়া ভিশন- ২০৩০ না পড়েই সমালোচনা করছে।
এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রমজানের আগেই সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের ইভিএম নিয়ে আলোচনার বিষয়েও কথা বলেন রিজভী।
নীতি নির্ধারণী ফোরামে আলোচনার পরই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলেও জানান বিএনপির এই নেতা।
আরও পড়ুন