ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ৭ মে ২০১৭

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ভিয়ারিয়ালকে ৪-১ গোলে বার্সা ও গ্রানাডাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল।

নিজেদের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে মেসির জোড়া গোলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো কাতালানরা। ২১ মিনিটে প্রথম গোলটি করেন নেইমার। ৩২ মিনিটে ভিয়ারিয়ালের হয়ে সমতায় ফিরানোর গোলটি করেন ফ্রান্স ফরোয়ার্ড বাকাম্বু। এরপর ৪৫ ও ৮২ মিনিটে দুটি গোল করেন লিওনেল মেসি। এরআগে ৬৯ মিনিটে বার্সার হয়ে আরো একটি গোল করেন লুইস সুয়ারেজ। অন্যম্যাচে, গ্রানাডার বিপক্ষে জয় পাওয়া রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন রদ্রিগেজ ও আলভারো মোরাতা। প্রতিপক্ষের মাঠে ম্যাচ জয়ের চারটি গোলটি আসে ম্যাচের প্রথমার্ধে। ৩ ও ১১ মিনিটে রদ্রিগেজ এবং ৩০ ও ৩৫ মিনিটে দুটি গোল করেন করেন আলভারো মোরাতা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি