ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিয়ারিয়ালের কাছে হেরে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৯ এপ্রিল ২০২৩ | আপডেট: ১১:০৯, ৯ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের কাছে ৩-২ গোলে হেরে শিরোপার দৌড়ে পিছিয়ে গেল অ্যানচেলত্তির শিষ্যরা।

শিরোপা ধরে রাখার ক্ষীণ সম্ভাবনাটুকু আরও ফিকে হয়ে গেল ইউরোপের সফলতম দলটির। এই ম্যাচে প্রথম পছন্দের কয়েকজন খেলোয়াড়কে শুরুর একাদশে রাখেননি কোচ অ্যানচেলত্তি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে তুলে নেন করিম বেনজেমাকেও।

সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ মিনিটের মাথায় ভিয়ারিয়াল ডিফেন্ডার পাও তোরেসের আত্মঘাতি গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোরা। তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল।

দ্বিতীয়ার্ধের কিছুক্ষণ আগে স্যামুয়েল চুকইউজের গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। 

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৮ মিনিটে রিয়ালকে আবারও এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ৭০ ও ৮০ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় রিয়াল।

বাকি সময়ে ভিয়ারিয়ালের রক্ষণে প্রবল চাপ তৈরি করে স্বাগতিকরা। কিন্তু আসরের পঞ্চম হার এড়াতে পারেননি ভিনিসিউস-রদ্রিগোরা।

এই হারে শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ১২ পয়েন্টের ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়ার মাদ্রিদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি