ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ভিয়েতনাম থেকে চাল আনবে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ৩০ আগস্ট ২০২২

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ভিয়েতনাম থেকে আগামী দুই সপ্তাহের মধ্যে জিটুজি পদ্ধতিতে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল আনবে সরকার।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সচিবালয়ে ঢাকাস্থ ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আগামী দুই সপ্তাহের মধ্যে এ চাল বাংলাদেশে আসবে বলেও জানান মন্ত্রী।

এর আগে গেল ২৮ আগস্ট বাজারে চালের দাম কমানোর লক্ষ্যে চাল আমদানিতে শুল্ক অব্যাহতি দেয়া হয়। একইসঙ্গে রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

এতে উল্লেখ করা হয়, সুগন্ধি ছাড়া অন্যান্য চাল আমদানি করা যাবে। তবে রেয়াতি হারে চাল আমদানির পূর্বে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এ আদেশ আটোমেটেড চাল ছাড়া সব ধরনের চাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি