ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ভিয়েতনাম-বাংলাদেশ সম্পর্ক অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে: স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২৩

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভিয়েতনাম- বাংলাদেশ সংসদীয় সম্পর্ক সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে।

তিনি বলেন, 'পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে দু’দেশের সংসদের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর একটি অনন্য ঘটনা। এর মাধ্যমে দু’দেশের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে।'
ভিয়েতনামের ন্যাশনাল এ্যাসেম্বলি প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ে-র নেতৃত্বে ভিয়েতনামের প্রতিনিধিদলের বাংলাদেশে আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারের সৌজন্যে রাজধানীর একটি হোটেলে  আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠানে স্পিকার আজ এসব কথা বলেন।

ভিয়েতনামের ন্যাশনাল এ্যাসেম্বলি প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ে বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশের ভৌগোলিক, সাংস্কৃতিক ও মানুষের জীবনাচরণে যথেষ্ঠ সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভিয়েতনামের ঐতিহাসিক নেতা হো চি মিন নিজ নিজ দেশের স্বাধীনতা অর্জনে মুখ্য ভূমিকা রেখেছেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম ও এদেশের মানুষের আতিথেয়তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি বিনিয়োগবান্ধব। এসময়, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী , হুইপ ইকবালুর রহিম , পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, আরমা দত্ত এমপি, রওশন আরা মান্নান এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি