ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভিয়েতনাম যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্টের ৩য় সফর

প্রকাশিত : ১১:১৯, ২৩ মে ২০১৬ | আপডেট: ১১:১৯, ২৩ মে ২০১৬

তিন দিনের সফরে ভিয়েতনামে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভিয়েতনাম যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্টের তৃতীয় সফর এটি। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন শক্তি হিসেবে চীনের আবির্ভাব এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ১২ জাতির ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি কার্যকরে প্রতিবন্ধকতা দূর করতেই মূলত ওবামার এই সফর। এছাড়া ভিয়েতনামের ওপর ৩২ বছরে ধরে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টিও প্রাধান্য পাবে এ সফরে। ভিয়েতনাম সফর শেষে জি- সেভেন শীর্ষ সম্মেলনে অংশ নিতে জাপান যাবেন ওবামা। হিরোশিমাও যাওয়ার কথা রয়েছে তার, যা হবে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম  সফর। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমানবিক বোমা হামলার জন্য ক্ষমা চাইবেন না বলে আগেই জানিয়েছেন ওবামা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি