ঢাকা, বৃহস্পতিবার   ২৭ জুন ২০২৪

ভিয়েতনাম সফরে গেলেন পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ২০ জুন ২০২৪

উত্তর কোরিয়ার পর এবার ভিয়েতনাম সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্ষমতার নতুন মেয়াদে চীন ও উত্তর কোরিয়া সফরের পর তৃতীয় দেশ হিসেবে ভিয়েতনামে পুতিন। 

বৃহস্পতিবার ভোরে দেশটির রাজধানী হ্যানয়ে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে স্বাগত জানানো হয়।  

এরইমধ্যে দেশটির উপ-প্রধানমন্ত্রী ট্র্যান হং হা'র সঙ্গে বৈঠক করেছেন পুতিন। এসময় ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ভিয়েতনামের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন পুতিন। 

এ সফরে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও দেখা করবেন। আলোচনা করবেন শিক্ষা, অর্থনীতি ও জ্বালানি নিয়ে। 

এ নিয়ে মোট পাঁচবার ভিয়েতনামে গেলেন পুতিন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি